আলী আশরাফ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মালশাপাড়া পৌর কবরস্থান মাদ্রাসায় শিশু বাচ্চাদের কুরআন শরীফ হাতে দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর ২০২৩ইং) বিকেলে এক আনন্দঘর পরিবেশে শিশু বাচ্চাদের কুরআন শরীফ হাতে দেওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিথিদের মাধ্যমে কুরআন শরীফ হাতে পেয়ে শিশু বাচ্চারা ও বাচ্চাদের অভিভাবকরা ফুরফরা মেজাজে দেখা যায়।
মালশাপাড়া পৌর কবরস্থান মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা‘র সভাপতিত্বে শিশু বাচ্চাদের কুরআন শরীফ হাওয়া দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান।
৭-৮ বছরের ৪৩জন শিশু বাচ্চাদের কুরআন শরীফ হাতে তুলেন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, মাদ্রাসার সভাপতি পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার। মাদ্রাসায় বর্তমানে ২৫জন শিক্ষক দ্বারা ৩‘শ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
মালশাপাড়ায় পৌর কবরস্থান মাদ্রাসা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার এর পরিচালনায় কুরআন শরীফ হাতে দেওয়া অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও কুরআন শরীফ হাতে পাওয়া শিশু বাচ্চাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মালশাপাড়ায় কবরস্থান মাদ্রাসা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার বলেন, শিশু বাচ্চা ও অভিভাবকদের পড়াশোনায় উ’সাহ দেওয়ার জন্য কুরআন শরীফ হাতে দেওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।
মালশাপাড়ায় পৌর কবরস্থান মাদ্রাসা ও মসজিদের মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুল্লাহ তাহের তাওহিদী বলেন, মাদ্রাসার সভাপতি সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার এর আন্তরিক প্রচেষ্টার কারণেই এবছর শিশু বাচ্চাদের কুরআন শরীফ হাতে দেওয়া অনুষ্ঠানে অনুষ্ঠিত করা হয়েছে। এতে শিশু বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি হয়।
Leave a Reply