শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩জন ছাত্রকে সাময়িক বহিস্কারের নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিএসসি ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সঞ্জিত কর্মকার।
ঘটনাটি ঘটেছে উপজেলা সদরে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে। এদিকে নোটিশের অনুলিপি প্রধান শিক্ষক আব্দুস সালাম তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে শেয়ার করেছেন।
নোটিশ থেকে জানা যায়, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিএসসি ও পরিচালনা কমিটির সভাপতি সঞ্জিত কর্মকারের স্বাক্ষরিত ওই বহিস্কার চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালাগালি করা এবং বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে ১২/১০/২০২৩খ্রি: তারিখে ম্যানেজিং কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত ২৯ নম্বর অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক মোঃ বদিউজ্জামানের ৮ম শ্রেণী পড়ুয়া ছেলে মোঃ আব্দুল্লাহ রোল নম্বর ৩৯ কে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকসেবনের দায়ে, স.ম. আব্দুর রহিমের ৯ম শ্রেনী পড়ুয়া ছেলে এস এম আব্দুস সামি রোল নম্বর ২৯ কে মারামারি ও অশ্লীল ভাষায় গালাগালি ও মোঃ আকবর আলীর ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়ার ছেলে মোঃ নাজমুল হাসান রোল নম্বর ০৯ কে শিক্ষা প্রতিষ্ঠানে ধুমপান করায় ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার পূর্বের দিন পর্যন্ত সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সাথে বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির ১০জন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পর্যবেক্ষণের জন্য বিশেষ নজরদারীতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির যে সকল শিক্ষার্থী শ্রেণিকক্ষে শিক্ষকদেরকে পাঠদানে অসহযোগিতা করবে তাদের ব্যাপারে ভবিষ্যতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দিয়েছেন।
এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিএসসি জানান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply