ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক হযরত মোহাম্মদ (সাঃ)’র অবমাননার বিরুদ্ধে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীরা।
আজ রবিবার ২৯ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির সোপানে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মো. তানভীরের নেতৃত্বে, সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের মুক্তির সোপানে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মো. শুভ, নাফিস, মো. আলভি, মো. আশরাফসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, রাসূল (সাঃ) কে নিয়ে যে ইসলাম অবমাননা কর বক্তব্য দিয়েছেন আমরা মুসলমান হয়ে সেটা মেনে নিতে পারি না। তাই ভারতীয় দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ নিকট আহবান করেন। খুব দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
Leave a Reply