মকর রাশির জাতক-জাতিকারা অত্যন্ত নিয়ম শৃঙ্খলা মেনে জীবন কাটাতে পছন্দ করে। এরা যদি কোনও কাজ হাতে নেয়, সেই কাজটা শেষ করেই তবে অন্য কাজে হাত দেয়।
শারীরিক গঠন ও বৈশিষ্ট্য:
এই রাশির জাতকেরা সাধারণত রোগা-পাতলা হয়। সেই সঙ্গে এদের উচ্চতাও খুব একটা বেশি হয় না।
ব্যক্তিত্বঃ
মকর রাশির জাতক-জাতিকারা সাধারণত বেশ আত্মকেন্দ্রিক হয়ে থাকে। স্বভাবের দিক থেকে এরা বেশ জেদী হয়। এ ছাড়াও উচ্চাকাঙ্খা, গাম্ভীর্য এবং পেশার প্রতি আনুগত্য — এদের স্বভাবের অন্যতম বৈশিষ্ট্য।
শখ ঃ
মকর রাশির জাতক-জাতিকাদের স্মৃতিশক্তি মারাত্মক হয়। অর্থনৈতিক দিক বিবেচনা করার সময় এরা সাধারণত নিজেদের চোখ-কান খোলা রেখে চলতে পছন্দ করে। নিজেদের দায়িত্ব সম্পর্কে এরা যথেষ্ট ওয়াকিবহাল এবং নিজেদের কাজ ঠিকঠাক ভাবে করতে পারে এরা।
দোষঃ
এই রাশির জাতক-জাতিকারা খুব সহজেই রেগে যায়। মাঝে মাঝে এদের মধ্যে অহঙ্কারবোধের আভাস পাওয়া যায়। আর যে কোনও কাজে এরা প্রচণ্ড তাড়াহুড়ো করে।
শিক্ষা ও ব্যবসাঃ-
শিক্ষা এবং পড়াশুনার বিষয়ে এরা বেশ সাফল্য অর্জন করে। আর সেই সঙ্গে মকর রাশির জাতক-জাতিকারা সফল ব্যবসায়ীও হতে পারে। বিমা, বিদ্যুৎ, কমিশন ডিপার্টমেন্ট, মেশিনারি প্রভৃতি ব্যবসার ক্ষেত্রে এরা দারুণ সাফল্য পাবে।
প্রেমজীবনঃ–
প্রেমের ক্ষেত্রে মকর রাশির জাতক-জাতিকারা বেশ সৌভাগ্যশালী হয়। এরা নিজেদের সঙ্গীর প্রতি বেশ অনুগত থাকে। তবে আবার মাঝে মাঝে দেখা যায়, এরা একাকিত্বেও ভোগে।
বিবাহিত এবং গার্হস্থ্য জীবনঃ-
মকর রাশির জাতক-জাতিকাদের গার্হস্থ্য জীবন সে রকম সুখের হয় না। বেশ বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় এদের। তবে এদের বিবাহিত জীবন বেশ সুখের হয়।
বন্ধু ভাগ্যঃ-
বৃষ, মিথুন, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতক – জাতিকাদের সঙ্গে এদের বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তবে কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সাধারণত এদের শত্রু হয়।
Leave a Reply