শামীউল হক শামীম,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা সদরের বাজার থেকে হঠাৎ করেই আলু উধাও হয়ে গেছে। দিনভর ক্রেতারা কাঁচা বাজারে দোকানের পর দোকানে গিয়ে এক গ্রাম আলুও কিনতে পারেননি। বিক্রেতারা জানাচ্ছেন, গতকাল বুধবার সকালে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খালিদ হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩৫ টাকা করে আলুর দর বেধে দিলে এ সংকটের সৃষ্টি হয়।
ব্যবসায়ীরা বলছেন, মোকামে ৪৯ টাকায় আলু কিনে ৩৫ টাকা দরে কোনো ভাবেই আলু বিক্রি করা সম্ভব নয়। তাতে তাদের বিপুল পরিমান লোকসান হবে। এ কারণে বাজারের সব ব্যবসায়ী আলু কেনাবেচা বন্ধ করে দিয়েছেন।
তাড়াশ কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খালিদ হাসান অতিরিক্ত দরে আলু বিক্রি করার অভিযোগে কয়েকজন আলু ব্যবসায়ী কে জরিমানা করেন। এরপর থেকে বাজার থেকে উধাও হয়ে যায় আলু।
এ নিয়ে দিনভর উপজেলাব্যাপী আলুর বিষয়টি নিয়ে ছিল টক অব দ্য টাউনে পরিণত হয়। বাজারে আলু কিনতে আসা লূৎফর রহমান,মোজাফ্ফর হোসেন বলেন, সকালে বাজারে আলু কিনতে এসে দেখি বাজারে কোনো আলু নেই। কোনো ক্রেতাই সারাদিন আলু কিনতে পারেনি। প্রশাসন বাস্তব সম্মত উদ্যোগ না নিলে এ সমস্যার সহসা সমাধান হবে না।
এ প্রসঙ্গে তাড়াশ কাঁচা বাজারের ব্যবসায়ী রতন ঘোষ, মানিক ঘোষ, মিঠু ঘোষ, শহিদুল ইসলাম ও আবুল হোসেন বলেন, মোকামে দর ঠিক না করে বাজার নিয়ন্ত্রণ করতে চাইলে কোনো ব্যবসায়ীই লোকসান দিয়ে আলু বিক্রি করবেন না।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খালিদ হাসান বলেন, ৩৫ টাকা দরে সরকার বেধে দিয়েছেন। সে অনুযায়ী আমরা বাজার মনিটরিং করছি। বাজারে আলু উধাও প্রসঙ্গে বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি #
Leave a Reply