নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম নিয়োগ কমিটির সাথে সমন্বয় না করে ও তার গাফিলতির কারণে চারটি পদের নিয়োগ পরীক্ষা ৩বার স্থগিত হয়েছে।
জানা যায়, বয়রা ভেন্না উচ্চ বিদ্যালয়ে চারটি পদে- কম্পিউটার অপারেটর (ল্যাব), নিরাপত্তা কর্মী, আয়া ও অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৬ মে ২০২৩ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য তারিখ নির্ধারন করা হয়। নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত না করে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম কারো সাথে পরামর্শ না করে ১৩ মে ২০২৩ইং পরীক্ষা তারিখ নির্ধারন করা হয়।
১৩ মে পরীক্ষা অনুষ্ঠিত না করে ১৯ মে তারিখে পুনরায় তারিখ নির্ধারন করা হয়। ১৯ মে ২০২৩ পরীক্ষার নির্ধারিত তারিখে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, ডিজির প্রতিনিধি রেজাউল করিম, প্রতিষ্ঠানের সভাপতি হাজী আকবর আলী, শিক্ষক প্রতিনিধি, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ নিয়োগ বোর্ডের ৫জন সদস্য উপস্থিত থাকার পরও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
নিয়োগ বোর্ডের সদস্য সচিব ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, নিয়োগের আগেই ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ে এসে গোলমাল সৃষ্টি করে। গোলমাল হওয়ার কারনে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
নিয়োগ কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আকবর আলী বলেন, প্রধান শিক্ষকের গাফলতির কারনে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতার কারনে তিন বার ডেট করেও নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা যাচ্ছে না। তিনি কাহারাে সাথে কোন সমন্বয় করেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা বলেন, নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই প্রতিষ্ঠানে গোলমাল সৃষ্টি হয়। তাই পরীক্ষা স্থগিত করে চলে এসেছি।
উল্লেখ্য, কম্পিউটার অপারেটর ল্যাব পদে ৮ জন, অফিস সহায়ক পদে ১১ জন, নিরাপত্তা প্রহরী ১৩ জন ও আয়া পদে ১০ জন প্রার্থী ৩ দিন পরীক্ষা দিতে এসে পরীক্ষা না দিয়ে অসহায়ের মত চলে গেছেন।
Leave a Reply