এনামুল হক,সিরাজগঞ্জঃ ভূয়াপুর যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এর আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শনিবার(১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিন টায় পাথাইলকান্দি বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা উদ্বোধন করেন, গোহালিয়া বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহু।
সভাপতিত্ব করেন, নিকরাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাজির হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কমিশনার, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন, বল্লভবাড়ী হাজী আব্দুস সাত্তার ফুটবল একাদশ বনাম আলীপুর ফুটবল একাদশ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বল্লভবাড়ী হাজী আব্দুস সাত্তার একাদশ বিজয় অর্জন করেন।
Leave a Reply