আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে – ১৬ই ডিসেম্বর-২০২৩ মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে স্কুলে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, শহরের বাজার স্টেশনের বিজয় সৌধে সকল বীর শহীদের শ্রদ্ধা করে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮ টায় শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশ গ্রহন এবং হাইস্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে স্কুল এসে শিক্ষক-শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতে উঠেন এবং ফটোসেশন করে।
ভিক্টোরিয়া হাইস্কুলের ১৬ ডিসেম্বর-২০২৩ মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ভিক্টোরিয়া হাইস্কুলের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
এ বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম সিনিয়র সহকারী শিক্ষক মীর্জা গোলাম মোস্তফা, মোঃ সাইফুল ইসলাম, অচিন্তিত কুমার মন্ডল, মোছাঃ পারভীন খাতুন, মোছাঃ জিয়াসমিন সুলতানা, সহকারী শিক্ষক মোছাঃ নাজমা খাতুন, মোঃ রকিবুল ইসলাম, শামীম হোসেন, মোঃ রাশিদুল হাসান, নবাগত শিক্ষিকা তাহমিনা খাতুন পূর্ণিমা রাণী সরকার সহ সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply