ঢাকাঃ রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গোলাম আরিফ টিপুর মৃত্যু দেশের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।রাষ্ট্রপ্রধান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply