এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটপিয়ারী হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার উদ্যোগে ৩৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।
বুধবার (০৭জানুয়ারী) বাদ আছর থেকে ৩৪তম বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, সাবেক এ.টি.ই.ও আলহাজ্ব আবু তাহের। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছির কোরআন, খতিবে বাঙ্গাল,ঢাকা জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক আল্লামা জুনায়েদ আল-হাবিব।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বনবাড়ীয়া ক্বওমী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতী মঈনুল ইসলাম খাঁন। এসময় সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ক্বওমী মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুফতী নজরুল ইসলাম, অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু সাইদ মাস্টার,সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক, হেলাল উদ্দিন, ফারুক আহমেদ, আলী আলকাছ, মাসুদ রানা, আমির হোসেন মেম্বার, শহিদ জ্বলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনা করেন, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী সাইদুল ইসলাম।
Leave a Reply