আলী আশরাফ, সিরাজগঞ্জঃ
বয়স সকলের ২০ থেকে ৬০ বছর। শৈশব থেকে কিশোরকালে যে কোন কারণে ইসলামী শিক্ষা করেনি বা করতে পারেনি। বর্তমানে জীবিকার চাহিদার কারণে আর ইসলামী শিক্ষা করতে সময় পাচ্ছে না। সমাজের এমন ব্যক্তিদের নামাজ ও কুরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে সিরাজগঞ্জের ধানবািন্ধ আদর্শ মানব কল্যঅণ সমাজ নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনের ২১৫জন সদস্য ব্যতিত ধানবান্ধি গ্রামের শিক্ষা নিতে আগ্রহী ব্যক্তিরাও নামাজ ও কুরআন শিক্ষা গ্রহণ করছে। প্রায় ২ বছর যাবত সপ্তাহে প্রতি শুক্রবার এশার নামাজ পরে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ এর কার্যালয়ে এই শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নামাজ শিক্ষা সহ প্রয়োজনীয় বইপত্র উপকরণ বিতরণ করেছে এই সংগঠন। ৩জন শিক্ষক ৩টি বিষয় নিয়ে প্রায় দেড় ঘন্টা সময় খোলামেলা শিক্ষার্থীদের সাথে শিক্ষা প্রদান করে থাকেন।
(২২ সেপ্টেম্বর ২০২৩ইং), শুক্রবার, এশার নামাজ পরে ধানবান্ধি ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অত্র সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বয়স্ক শিক্ষার্থীদের কুরআনের ছবক, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল হক মাসুম ধর্মীয় আলোচনা ও মতি সাহেবের ঘাট জামে মসজিদের ইমাম আ: মালেক নামাজ শিক্ষা প্রদান করছেন।
ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের কার্যকরী ২৭জন সদস্য ও ২১৫জন সদস্যরা ছাড়া ধানবান্ধি এলাকার বয়স্করা কুরআন ও নামাজ শিক্ষা নিচ্ছেন।
ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ এর সভাপতি হাজী আব্দুস সাত্তার বলেন, লজ্জা, সরম করে কোন লাভ নেই। কেননা মহান রব্বুল আলামিনের কাছে আমার হিসাব আমাকে দিতে হবে। আমি যদি সঠিক নিয়মে নামাজ ও কুরআন শিক্ষা না করি তবে আমার ইবাদত সঠিকভাবে হবে না। সঠিকভাবে ইবাদত করতে হলে অবশ্যই প্রথমে কুরআন পড়তে ও কিছু কিছু সুরা ও নামাজের দুরুদ শরীফ, আত্তাহিয়াতু, সুরা মাছুরা সহ অত্যাবশীয় কিছু জিনিস মুখস্ত করতেই হবে। নামাজের প্রয়োজনীয় জিনিসগুলো সঠিক মুখস্ত ও শুদ্ধভাবে কুরআন শিক্ষা করার জন্য সংগঠনের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে।
বয়স্কদের নামাজ ও কুরআন শিক্ষা দেওয়ার সময় ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ সাধারন সম্পাদক প্রফেসার মো: মাসুদ রানা, সহ সভাপতি মনিরুজ্জামান খান চাঁন, ছানোয়ার হোসেন, জহুরুল ইসলাম সাইফুল ইসলাম নিদান শেখ, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, আব্দুল্লাহ, নুর ইসলাম টেক্কা, শাহজাহান আলী সাজা, সাইফুল ইসলাম (সাইদুল), কোষাধ্যক্ষ মুঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন, ধর্মবিষয়ক সম্পাদক মাহবুবুল হক, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য মিজানুর রহমান, আবুল হোসেন, বাদশা, মাসুদুর রহমান, রুহুল আমিন, আলমগীর হোসেন আলম, উজ্জ হোসেন বাবু, মোস্তাফিজুর রহমান মিঠু, সোহেল রানা, আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
Leave a Reply