এনামুল হক, সিরাজগঞ্জ
”এসো মিলে সবে,শেকড়ের টানে প্রিয় শিক্ষাঙ্গণের মহামিলনে ” স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ২৫বছর পূর্তি রজত জয়ন্তী ও পুনমির্লনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
(১২এপ্রিল ২০২৪), শুক্রবার, সকাল সাড়ে দশটায় আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ- অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি,৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা,প্রাক্তন উপসচিব আজিজুর রহমান এর মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপিকা হাসিনা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী আহম্মেদ আলী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ শামছুল আরেফিন, চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার উল্লাহ মজনু, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রশিদ মোল্লা,
শালুয়াভিটা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল মালেক জাকির, মটিয়ারপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ শাহাদত হোসাইন, খোকশাবাড়ী ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল করিম মুন্সি, জাহাঙ্গীর আলম মেম্বার , হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ ও দৈনিক কলম সৈনিক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার,বিশিষ্ট সাংবাদিক শেখ মো: এনামুল হক, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও অত্র মাদ্রাসার ম্যানিজিং কমিটির সদস্য সদস্য আব্দুল মান্নান,বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ সরকার প্রমুখ।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্য স্মৃতিচারন বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সজিব ও রাকিব হোসেন।
এসময় বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ, আব্দুস সাত্তার সার্ভেয়ার, অত্র মাদ্রাসার সহ- সুপার মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, শিক্ষক আশরাফুল ইসলামসহ শিক্ষক /শিক্ষিকা,ছাত্র /ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ ও মনিরুল ইসলাম।
Leave a Reply