তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসী। দীর্ঘ কাল ধরে ২নং ওয়ার্ডের কল্যানপুর রওশনিয়া দাখিল মাদ্রাসায় তিন গ্রামের মানুষ তাদের ভোট প্রদান করে আসছিলো। কিন্তু হঠাৎ করে এই ভোট কেন্দ্র পরিবর্তন করে প্রায় ৪ কিলোমিটার দূরে ধুলদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
এরই প্রতিবাদে বুধবার ( ১৮ অক্টোবর) দুপুরে মধুপুর, কল্যানপুর, সর্বতুলশী গ্রামের গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গ্রামবাসীরা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা এই তিন গ্রামে বাসিন্দারা কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র ভোট দিয়ে আসছি। কতিপয় মানুষ জাল জালিয়াতি করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ভোট কেন্দ্র স্থানান্তরের পায়তারা করছে। প্রায় ৪ কিলোমিটার দূরে ধুলদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই ভোট কিনতে যাবার জন্য তেমন কোন রাস্তাঘাট নেই, যে কারণেই বৃদ্ধ ও মহিলাদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া অসম্ভব। এছাড়াও এই এলাকা সন্ত্রাসী কার্যক্রমে সুপরিচিত। তাই আমাদের একটি দাবি আগের ভোট কেন্দ্র রাখতে হবে। অন্যথায় আমরা এই তিন গ্রামের মানুষ ভোট প্রয়োগ করার জন্য ভোটকেন্দ্রে যাব না।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম রাজকুমার মণ্ডল, ইউপি সদস্য বরকত আলী বরকত, আবু সাইদ সহ আরো অনেকে । মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে নারী পুরুষ সহ প্রায় কয়েক হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান কুদ্দুস জানান, যে কেন্দ্র নিয়ে সমস্যা তা নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে গণশুনানি হয়েছে। ওখানে আমার কোন হাত নেই। এখনও গ্রেজেট হয়নি। গ্রেজেট হলে বিস্তারিত জানতে পারবো ।
Leave a Reply