বেলকুচি প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে মোঃ আনিসুর রহমান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ এর সভাপতিত্বে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপন কার্যালয়ের আয়োজনে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ২০১৯ সালের নদী ভাঙ্গন কবলিত এলাকার অতিদরিদ্র, দুঃস্থ জন সাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬৬, সিরাজগঞ্জ-৫ ও সভাপতি উপজেলা আওয়ামীলী বেলকুচি, সিরাজগঞ্জ।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ আক্তারুজ্জামান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজগঞ্জ, মোঃ ইউসুফ আলী সেখ ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বেলকুচি, সিরাজগঞ্জ, মোঃ তাজমিলুর রহমান অফিসার ইন-চার্জ বেলকুচি থানা বেলকুচি, সিরাজগঞ্জ, মোঃ মজনু মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) বেলকুচি, সিরাজগঞ্জ, মোঃ আছির উদ্দিন মোল্লা চেয়ারম্যান, বড়ধুল ইউনিয়ন বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব আলহাজ্ব মোঃ ফজলুল হক সরকার সাবেক সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ বেলকুচি, সিরাজগঞ্জ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply