নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
সোমবার (২৯ মে) বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (Uno Belkuchi) আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি -চৌহালী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান
মোঃ নুরুল ইসলাম সাজেদুল চেয়ারম্যান,মোঃ ইউসুফ আলী সেখ ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বেলকুচি, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আসলাম হোসেন, আলহাজ্ব গাজী মোঃ সাইদুর রহমান সভাপতি প্রেসক্লাব বেলকুচি, সিরাজগঞ্জ সহ অন্যান্য।
Leave a Reply