নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ) কর্তৃক ১,৫০০(এক হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন আলী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ বেলকুচি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ০৬/০৯/২০২৩ খ্রিঃ সাড়ে ১০ ঘটিকার সময় বেলকুচি থানাধীন বেলকুচি পৌরসভার সুবর্নসাড়া গ্রামস্থ এমপি রোড জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ ইসমাইল হোসেন সরকার (২৪), পিতা-মোঃ আবু সাঈদ সরকার, মাতা-মোছাঃ মরিয়ম বেগম, সাং-শাহাপুর, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে সর্বমোট ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ সংক্রান্তে বেলকুচি থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply