ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ বেলকুচিতে রাতের আঁধারে সরকারি চাল পাচারের সময় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে চালগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, রাতে দুটি ভ্যানে ২০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখায় সন্দেহ হলে আমরা ভ্যান দুটিকে আটকে রাখি। পরে ভ্যানচালক চালগুলো ভ্যানে রেখে পালিয়ে যায়। পরে পুলিশকে জানালে পুলিশ এসে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাউল পাচার সন্দেহে ভ্যান গাড়ি এলাকাবাসী গতিরোধ করে পরে আঞ্চলিক সড়কের পাশে ভ্যানের ওপর রেখে ভ্যানচালক পালি যায়। ঘটনাস্থল থেকে চাল গুলো জব্দ করে থানায় এনেছি। চালগুলো জব্দ তালিকা প্রস্তুত করে আদালতে পাঠানো হবে। সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply