বেলকুচি প্রতিনিধিঃ
দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’।
এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আলোচনা করেন মোঃ নুরুল ইসলাম সাজেদুল চেয়ারম্যান, উপজেলা পরিষদ বেলকুচি, সিরাজগঞ্জ,মোঃ আনিসুর রহমান (Uno Belkuchi) উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ, মোছাঃ রত্না বেগম মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বেলকুচি, সিরাজগঞ্জ, মোঃ আব্দুল ওয়ারেছ উপজেলা জনস্বাস্থ্য প্রোকৌশল অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
Leave a Reply