এনামুল হক, সিরাজগঞ্জঃ
তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩ইং) উল্লাপাড়া উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পুর্নিমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
এসময় পুর্নিমাগাঁতী ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী,যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কিবরিয়া হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব,সাংগঠনিক সম্পাদক আবু সায়েম, পুর্নিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপি ও পুর্নিমাগাঁতী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply