আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের পৌরএলাকার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাঁ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন।
এ সময় মহান আল্লাহ্তায়ালার সন্তষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ ও চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।
Leave a Reply