শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
পুর্বঘোষিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচীতে অংশগ্রহনে শুরুটা হয় তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে। সুর্যদ্বয়ের সাথে সাথে জাতীয়, দলীয় ও শোকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল সাড়ে ন’টায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পরে, উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনা সভা, যুব উন্নয়নের উদ্দ্যেগে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মৎস্য চাষের জন্য সুদমুক্ত ঋণের চেক বিতরণ, ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরুস্কার বিতরণ ও বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দুস্থ্য, আগুনে পোড়া বাড়ী ও ঝড়ে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দে আনা ঢেউ টিন বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এদিকে দলীয় নেতা কর্মীদের আলোচনা সভা চলছে আওয়ামীলীগ কার্যালয়ে।
গাড়ী না নিয়ে পায়ে হেটেই রওনা দিলেন এমপি আজিজ। পথিঃমধ্যে ঘটলো দুর্ঘটনা।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন রুম থেকে মেডিক্যাল অফিসার ডা. রতন লিখলেন-
এমপি ডা.আব্দুল আজিজ [সিরাজগঞ্জ-৩ (তাড়াশ)] স্যার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাতের আঙুলের কাটা ইনজুরি নিয়ে এসেছিলেন আমার কর্মস্থল তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার হাতে ৫টা stitche দেয়া হয়।
সেলাই দেয়ার সময় তিনি অসাধারণ ভাবে ডিরেকশন দিচ্ছিলেন এবং নিজের হাতের সেলাই যখন নিজেই দিলেন তখন অবাক হয়ে দেখলাম।একজন অভিজ্ঞ চিকিৎসক কাকে বলে! যখন তার সেলাই দিতে ডাক্তারদের হাত কাঁপছিলো তখন তিনি নিজেই কাজটা করলেন সুচারুভাবে।
তাড়াশ পোস্টিং হওয়ার পর স্যারকে যতদিন দেখলাম আপাদমস্তক নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। জোরে কথা বলতে দেখিনি। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের দিয়ে বড় হাক-ডাক করতেও দেখিনি।
এর আগেও তিনি তাড়াশ হাসপাতালে এসেছেন তার নির্বাচনী এলাকার রোগী নিয়ে, তাও আবার নিজের গাড়ীতে! এবং সে রোগীকে নিজেই চিকিৎসা দিয়েছেন, যা দৃষ্টান্ত ।
আসলে রাজনীতিবিদরা শুধুই নোংরামি করে রাজনীতি করে এই ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। উদাহরণ তাড়াশের এমপি আব্দুল আজিজ স্যার।
আমি উনার চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার টকশো দেখেও অনেক গুলো গুড মেসেজ পেয়েছিলাম। সেটার সত্যতা তাড়াশ এসে পেয়েছি।
ডা. রতন, দ্রুত সুস্থতা কামনা করে তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন।
এরপর সেলাই করা হাতে ব্যান্ডিজ মুড়িয়ে ছুটে গেলেন দলীয় নেতা কর্মীদের মাঝে। তাড়াশ উপজেলা আওয়ামীলীগেরর দলীয় কার্যালয়ে বক্তব্য রাখলেন ১৫ আগস্ট উপলক্ষ্যে। দলীয় নেতা কর্মীদের আশ্বস্ত করলেন এবং বললেন শোক শক্তিতে রুপান্তরিত করে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয় করতে হবে। তারপর রওনা হলেন রায়গঞ্জ উপজেলায়। সলংগা থানার দলীয় নেতা কর্মীদের সাথেও আলোচনা সভা করবেন।
নিজের ব্যাথা চেপে রেখে, দলের নেতা-কর্মীদের মাঝেই যেন তার সুখ।
Leave a Reply