নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সাবেক মন্ত্রী, অ্যাড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু এর নাটোরের বাসভবনে সন্ত্রাসী কর্তৃক হামলা ও ভাংচুরের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার (০৯জুলাই ২০২৩ইং) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও পরিচালনা করেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম।
বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল,সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ময়নুল হোসেন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply