ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ সলঙ্গা থানার অন্তর্গত মায়ের আঁচল হোটেলের সামনে বাসের ধাক্কায় মুনজুরুল ইসলাম (৪৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেন। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।
এদিকে নিহত স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও এলাকাতে শোকের ছায়া নেমে পরে। এক নজর দেখার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ এলাকাবাসী বাড়িতে ভিড় জমায়।
Leave a Reply