নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পশ্চিম ফুলকোচা গ্রামে একটি মসজিদের জানালার গ্রিল ভেঙ্গে আযান দেবার মাইক সেট চুরি হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) মধ্য রাতে সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়নের পশ্চিম ফুলকোচা গ্রামের পশ্চিম ফুলকোচা বায়তুন নূর জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আমরা ফজরের নামাজ পড়তে মসজিদে এসে দেখি মসজিদের দক্ষিণ পাশের গ্রিল ভাঙ্গা। এরপরে ভিতরে গিয়ে দেখি মাইকের সেট নেই।
এ বিষয়ে পশ্চিম ফুলকোচা বায়তুন নূর জামে মসজিদের সভাপতি আকবর হোসেন বলেন, আজকে ভোরে ফজরের নামাজ পড়তে এসে দেখি মসজিদের দক্ষিণ পাশের গ্রিল ভেঙে মসজিদের আযান দেওয়ার মাইকের সেট নাই, চোর চুরি করে নিয়ে গেছে। যার মূল্য ছিল পঁচিশ হাজার টাকা।
Leave a Reply