এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বাগবাটী ইউনিয়নের গাড়ুদহ ব্রীজের পূর্ব পার্শ্বে ভ্রাম্যমান চানাচুর বিক্রেতা সাত্তার আলী আজ থেকে প্রায় ১০বছর পূর্বে সকলের ছায়া দেওয়ার জন্য নিজ উদ্যোগে ১৫০টাকা দিয়ে একটি বট গাছের চারা ক্রয় করে ছায়া নেওয়ার জন্য সরকারি জায়গায় বট গাছের চারা রোপন করেন। আজ বট গাছের বয়স প্রায় ১০ বছর। চানাচুর বিক্রেতার ব্যবসায়িক কাষ্টমার সহ স্থানীয় ভ্যানচালক সহ গরমের মৌসুমে সকলেই এই বটবৃক্ষের নিচে ছায়া নিত।
কিন্তু স্থানীয় প্রভাবশালী আফসার আলীর পুত্র হেদা ও জাহিদুল ইসলাম এই বটবৃক্ষের জায়গায় তৈরী করবে মার্কেট। ইতিমধ্য সরকারি জায়গায় মাটিও ভরাট করা হয়েছে। মার্কেট নির্মান করার জন্য বাধা হয়ে দাড়ায় বটগাছ। সরকারি জায়গায় মার্কেট তৈরী করার জন্য বটগাছটি প্রধান সমস্যা হয়ে দাড়ায়। তাই রাতের আধারে জাহিদুল ও হেদা দুই ভাইবটগাছের ঢালপালাগুলো কর্তন করে।
বটগাছের নিচে ছায়া নিতে আসা স্থানীয় ভ্যানচালকরা বলেন, বৈশাখ মাসে আমরা শরীরের ক্লান্তি দুর করার জন্য এই বটগাছের নিচে বসে থাকতাম। কিন্তু ব্রীজের সাথেই সরকারি জায়গায় মার্কেট করার জন্য পূর্বে বটগাছ কর্তন করতে লাগছিল। তখন ভুমি অফিসের লোকজন এসে বটগাছ কর্তন বন্ধ করেছিল। কিন্তু আজ সকালে এসে দেখি বটগাছের সকল ঢালপালা কর্তন করেছে। বিষয়টি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply