আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ সদর উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বাবুল হোসেনকে আহবায়ক এবং রাশেদুল ইসলাম কে সদস্য সচিব করা হয়।
বুধবার(০৮ মার্চ) বিকেল চারটায় সভাপতির বাসভবন বীর মুক্তিযোদ্ধা হামিদা মঞ্জিলে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি কিবরিয়া হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজল -এ -খোদা লিটন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিল ‘র সম্পাদক মোঃ ফিরোজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি বেগম নুরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক খান, সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জান্নাতুল ফেরদৌস, সরকারি বেগম নুরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ ইকবাল হোসেন ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ,যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রতন, কামারখন্দ উপজেলা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন সরকার , প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম মিয়া ও সদস্য জাহিদুল ইসলাম মিয়া প্রমুখ।
শেষে বীরের পুত্র বাবুল হোসেন কে আহ্বায়ক ও রাশেদুল ইসলাম মিয়াকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ সদর সন্তান সংসদ কমান্ড কাউন্সিল এর কমিটি ঘোষণা করা হয়।
আহবায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমান্ড কাউন্সিল কে হস্তান্তরের অনুরোধ জানানো হয়।
Leave a Reply