আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ গ্রুপ থিয়েটারে ফেডারেশন এবং সারাদেশের সুস্থ নাট্যচর্চার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের পৌরমুক্ত মঞ্চ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা মঞ্চে সমাবেশের সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য ও নাট্যব্যক্তিত্ব আব্দুল মোমিন বাবু,
এসময়ে বক্তব্য রাখেন, তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দিন পবলু, নাট্যফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাট্য ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, নাট্যকর আহমেদ শরীফ, আসিক ইকবাল শামীম প্রমুখ। নাট্যোৎসব উপলক্ষে ১০ মিনিটের নাটক “পাখির সমাধি” এবং দুঃখবতী এ পৃথিবী নাটক পরিবেশন করা হয়েছে।
Leave a Reply