এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে প্রতি রবিবার নিয়মিত বসছে বিশাল গরু ছাগলের হাট।
রবিবার (২১ এপ্রিল,২০২৪) ইং তারিখে সরিজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহ্যবাহী বহুলী হাটে বিশাল গরু ছাগলের হাট বসানো হয়েছে। হাট উপলক্ষে দুর দুরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা গরু ছাগল নিয়ে হাটে উপস্হিতি হয়েছেন। হাট কর্তৃপক্ষ দুরের ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্হা জোরদার করেছেন। হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্হা তদারকি করছেন গোলাম হোসেন, হায়দার আলী, ইব্রাহিম হোসেন ও আব্দুল মান্নান মোহাই।
১৪৩১ বাংলা বর্ষের বহুলী হাটের ইজারাদার রফিকুল ইসলাম জানান, এখন থেকে নিয়মিত ভাবে প্রতি সপ্তাহে রবিবার গরু ছাগলের হাট বিশাল আকারে লাগানো হবে।হাটে ক্রেতা বিক্রেতাদের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হবে। হাট কমিটির পক্ষ থেকে পাইকার দের জন্য খাবারের ব্যবস্হা করা হবে। রবিবারের হাটে গরু ছাগলের পাইকার দের দুপুরের খাবার খাওয়ানো হয়েছে।
তিনি আরও বলেন, এই হাটে কোন রকম ভোগান্তি ছাড়াই গরু ছাগল কেনাবেচা করা যাবে।এই হাটে ক্রেতা বিক্রেতারা যেনো দালালদের খপ্পরে পরে সর্ব শান্ত না হয় সে বিষয়ে হাট কমিটি সর্বত্র চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
Leave a Reply