আলী আশরাফ : নিয়োগ অনুষ্ঠিত হওয়ার ৩ দিন পূর্বে ২০ শতক কৃষি জমি রেজিষ্ট্রি ও ৫ লাখ টাকা নিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি ও সুপার। (১ ডিসেম্বর ২০২৩ইং) তারিখে সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে (২৮ নভেম্বর ২০২৩ইং) তারিখে সিরাজগঞ্জ রেজিষ্ট্রি অফিসে গিয়ে চাকুরী প্রত্যাশিত এক প্রার্থীর পিতার নিকট থেকে দলিল করে নিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি ও সুপার। তবে প্রতিষ্ঠানের সভাপতি বলছে, প্রতিষ্ঠানের নামে ২০ শতক জমি দলিল করে নেওয়া হয়েছে। এই নিয়ে এলাকায় নানা রকম সমালোচনা ঝড় বইছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে হরিনাহাটা দাখিল মহিলা মাদ্রাসায়।
তথ্যানুসন্ধান ও সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী ইউনিয়নের হরিনাহাটা দাখিল মহিলা মাদ্রাসায় নিরাপত্তা কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৩জন প্রার্থী আবেদন করে। আবেদনের পর থেকেই চাকুরী প্রত্যাশিতরা নানা রকম তদবির করতে থাকেন। তদবিরের সুবাদে সভাপতি টিএম মুঞ্জু’র প্রতিবেশি খাগা গ্রামের বেল্লাল হোসেন এর পুত্র আবু ত্বহা কে চাকুরী দেওয়ার কথা বলে ২০ শতক জমি রেজিষ্ট্রি করে নেওয়া হয়। সেই সাথে ডিজির প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা’র খরচের কথা বলে আরোও ৫ লাখ টাকা গ্রহণ করেন সভাপতি টিএম মুঞ্জু ও সুপার ফরিদুল ইসলাম।
এলাকাবাসীর প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার হওয়ার পুর্বে কিভাবে প্রার্থীর কাছ থেকে জমির রেজিস্ট্রি করে নিলেন।
চাকুরী প্রত্যাশিত আবু ত্বহা’র এক আত্মীয় জানান, আমার ভাগ্নে ত্বহা’র চাকুরী হয়ে গেছে মঙ্গলবারে। জমি দলিল করে দিয়েছি, সরকারি চাকুরী নেওয়ার জন্য টাকাকে টাকা মনে করেনি।
হরিনাহাটা দাখিল মহিলা মাদ্রাসার সুপার ফরিদুল ইসলাম বলেন, অফিস বাবদ খরচের জন্য কিছু টাকা নেওয়া হয়েছে। তবে স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
হরিনাহাটা দাখিল মহিলা মাদ্রাসার সভাপতি টিএম মুঞ্জু বলেন, প্রতিষ্ঠানের নামে কোন জমি নেই। তাই ২০ শতক জমি রেজিষ্ট্রি করে নিয়েছি। অফিস খরচ বাবদ ৫ লাখ টাকা গ্রহণ করেছি।
Leave a Reply