আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় কয়েক বন্ধু মিলে মোঃ রিপন(২০) নামের এক বন্ধুকে অপহরণ করে তার পিতার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ।
এবিষয়ে ১৫ ডিসেম্বর অপহৃত রিপনের বড় ভাই মোঃ নাসির আলী বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি জিডি করে । ওই জিডির সুত্র ধরে শুক্রবার রাতে অপহরণকারী মোঃ সৈকত শেখ (২০) নামের এক বন্ধুকে গ্রেফতার এবং অপহৃত রিপনকে উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
ঘটনাটি ঘটেছে গত ১৪ ডিসেম্বর রাত ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাশী ইউনিয়নের বড় পাঙ্গাশী গ্রামে । অপহৃত রিপন বড় পাঙ্গাশী গ্রামের মোঃ জুলহক প্রামানিকের ছেলে এবং অপহরণকারী সৈকত একই গ্রামের মৃত মান্নান শেখের ছেলে ।
এ বিষয়ে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্ররধর এর কাছে জানতে চাইলে তিনি জানান গত ১৫ ডিসেম্বর-২০২৩ খ্রীঃ বেলা সাড়ে ১০ টার দিকে অপহৃত রিপনের বড় ভাই নাসির আলীর জিডির সুত্রধরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্ম সিদ্দিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আব্দুস সালাম ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারী মোঃ সৈকত শেখকে গ্রেফতার করে । তার দেয়া তথ্যানুযায়ী বড় পাঙ্গাসী গ্রামের আঃ হালিমের পরিত্যাক্ত বাড়ি থেকে হা-পা ও মুখে কসটেপ লাগানো রিপনকে মুমূর্ষু অবস্থায় শুক্রবার রাত ১০ টা ২০ মিনিটে তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । তিনি আরো জানান- রিপনের বড় ভাই ইটালী প্রবাসী। সে কিছুদিন আগে ইটালী থেকে বাড়িতে এসেছে । মূলতঃ তার কাছ থেকে টাকা আদায়ের লক্ষ্যেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রিপনের বন্ধুরা তাকে অপহরণ করে রিপনের মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে রিপনের পিতার কাছে ৩০ হাজার টাকা দাবী করে এবং টাকা না দিলে রিপনকে হত্যা করার হুমকি দেয় । তিনি বলেন বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে । আসামী সৈকত শেখকে শনিবার আদালতের সিরাজগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
Leave a Reply