নিজস্ব প্রতিবেদকঃ
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বেলকুচি উপজেলা প্রশাসনের ৯৩তম জন্মবার্ষিকী পালন করেছে।
আজ মঙ্গলবার ( ০৮ আগস্ট ২০২৩) তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা”।
উপজেলা প্রশাসন বেলকুচি এর পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক সকাল ০৯.৫০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সকল দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সর্বস্তরের জনগণ।
এর পরপরই উপজেলা পরিষদ অডিটোরিয়াম, বেলকুচিতে সকাল ১০:০০ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এ দিবসের প্রদর্শন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলার মোট ০৭ জন দু:স্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply