ঢাকা:
সাধারণ মানুষ থেকে তারকা, প্রায় সব শ্রেণির মানুষই বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসছেন। এবার এগিয়ে এলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১০০ কাপড়ের দামে আগুনে ঝলসে যাওয়া জামা কিনেছেন জনপ্রিয় এ নায়িকা।
অভিনেত্রীর জামা কেনার বিষয়টি বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। কয়েকটি ছবি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।’
এছাড়াও লেখা রয়েছে, ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’
পোস্টে আরও লেখা, ‘ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট। তবুও সবাইকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইলো।’
রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো দেশ এখন শোকে কাতর। মার্কেটে দোকান থাকা ব্যবসায়ীদের মোটা অংকের ক্ষতি হয়েছে। যা কাটিয়ে উঠা সহজসাধ্য নয়। এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান লাখ টাকায় একটি লুঙ্গি কিনে নিয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ান।
পোড়া জিংসের দাম এক লাখ টাকা !
“কর্মচারীদের বেতন-বোনাস না হলে ঈদ করবে কিভাবে? সারাবছরের ব্যবসা যে সময়ে হয়, সে সময়ে আগুনে এই সংসারগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে…”
জনপ্রিয় অভিনেতা অপূর্ব (Ziaul Faruq Apurba) এক লাখ টাকায় একটা বিক্ষত জিংস কিনে নিলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকানীদের স্বার্থে। পোড়া কাপড়টিই এবারের ঈদের সবচেয়ে সেরা কালেকশন হিসেবে থেকে যাবে তাঁর।
উল্লেখ্য আমরা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মচারীদের মধ্যে নগদ এক কোটি টাকা তুলে দিচ্ছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে, উন্মুক্ত অনুষ্ঠান করে। আশা করি আপনাদের পাশে পাবো।
বিকাশ (মার্চেন্ট): 01878116230 (counter no: 1)
বিকাশ (ব্যক্তিগত): 01708521955 , 01708521956
নগদ (মার্চেন্ট): 01631554646 (counter no: 1)
রকেট (ব্যক্তিগত): 017141180737, Biller ID 151
[উপকার যেটা থেকে পাই, বিপদে পড়লে তাকেই আমরা চিনি না, দোষ ধরে দায় এড়ায়। বঙ্গবাজার ঘটনায় বিদ্যানন্দ এই প্রথা ভাঙ্গতে চায়। বিচারক হতে চাই নি সমাজে, কর্মী হতে এসেছি, প্রতিবেশী হিসেবে পাশে দাঁড়াতে চেয়েছি।]
চিত্রনায়িকা Bubly কিনেছেন বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড়!
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ এক কোটি টাকা তুলে দেয়ার প্রত্যয়ে বিদ্যানন্দ কাজ করে যাচ্ছে। উল্লেখ্য গত কয়েক বছর ধরে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে জেলা প্রশাসকের মাধ্যমে কোটি টাকার বেশি নগদ অনুদান দিয়েছে বিদ্যানন্দ।
স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রেসের উপস্থিতিতে সবচেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই অনুদান দেয়া হবে। এখানে কোটিপতি ব্যবসায়ী যেমন আছে, তেমনি কয়েকটা মেশিন নিয়ে কাপড় প্রসেস করা জালাল চাচার মতো ব্যবসায়ীও আছেন।
দোয়া করবেন যে কাজটি সুন্দরভাবে করতে পারি।
Leave a Reply