আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
বাণিজ্যিক ভিত্তিক ফুল চাষের স্বীকৃতিস্বরুপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ পেলেন সিরাজগঞ্জ সদরের কৃষক সহিদুল ইসলাম
বাণিজ্যিক ভিত্তিক ফুল চাষের স্বীকৃতিস্বরুপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ পেলেন সিরাজগঞ্জ সদর উপজেলার একডালার ফুলচাষী মোঃ সহিদুল ইসলাম।
বুধবার ১২ অক্টোবর/২০২২ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করেন।
কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্টের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ,ম রেজাউল করিম ও কৃষি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।
সিরাজগঞ্জের কৃষক মোঃ সহিদুল ইসলাম ফুল চাষের মাধ্যমে বাণিজ্যিক কৃষির উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি ১.৩৩ হেক্টর জমিতে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা ফুলের চাষ করে বছরে প্রায় ১৫ লক্ষ টাকা নীট আয় করেছেন। কৃষির বাণিজ্যিকীকরণ তথা বহুমুখীকরণে এ উদ্যোগ প্রসংশিত হচ্ছে। তার সাফল্যে অনেকেই উদ্বুদ্ধ হয়ে ফুল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বাণিজ্যিক ভিত্তিক খামার স্থাপনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব মো: সহিদুল ইসলাম-কে “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ১৪২৬” এর ব্রোঞ্জ পদক পেয়েছেন।
কৃষক সহিদুল ইসলাম বলেন ফুল চাষ করে স্বীকৃতি পাওযায় নিজেকে সম্মানিত করায সরকারকে ধন্যবাদ।
Leave a Reply