আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস সিরাজগঞ্জের আয়োজনে –
সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-র খেলায় শাহজাদপুর উপজেলা টাইব্রেকারে ২-০ গোলে রায়গঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সহকারী পুলিশ সুপার কেপিআই সিরাজগঞ্জ মোঃ রাফিউর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাছুদ রানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, সাবেক কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম সফি, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা পৌরসভার প্যানেল মেয়র(১) নুরুল হক ,( ২) রিয়াদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন পৌরসভা কাউন্সিলরবৃন্দ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা ।
বঙ্গমাতার খেলায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রায়গঞ্জ উপজেলার খেলোয়াড় ইতি সিং তিথি। তিনি টুর্নামেন্টে ৩টি হ্যাট্টিকসহ ১১টি গোল করেন। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাহজাদপুর উপজেলার গোলকিপার সোনালী।
অপরদিকে বঙ্গবন্ধুর খেলায় সর্বোচ্চ গোলদাতা ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার জাহিদুল। তিনি ফাইনালে হ্যাট্টিক করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কামারখন্দ উপজেলার গোলকিপার সাদমান সাজিদ অয়ন।
খেলায় ধারাবিবরণী করেন প্রভাষক ও ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সি। খেলা পরিচালনা করেন রেজাউল করিম খোকন, আজমহর আলী, আবু হানিফ ও মোখলেছুর রহমান।
হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
Leave a Reply