তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর জেলাজুড়ে পুলিশের কার্যক্রম না থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে ডাঃ কহিনুর কমিউনিটি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাটে বাঁধা ও দোকান ঘর থেকে বের করে দেওয়ার প্রতিবাদ করায় ডাঃ কোহিনুর কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক মোছাঃ চম্পা বেগম এবং তার স্বামী মোঃ জাবেদ আলী কে মারপিটের পর কমিউনিটি ক্লিনিকে থাকা সকল প্রকার আসবাব পত্র এবং দোকান ঘরের সকল প্রকার মালামাল লুটতারাশ এবং অগ্নি সংযোগ করে।
গত ৫ আগস্ট ২০২৪ তারিখে আ’লীগ সরকারের পতন হলে দেশে পুলিশ শূন্য হয়ে পড়ে।এরপর থেকে বগুড়া জেলা ও দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ পড়ে নিরাপত্তাহীনতায়। এই সুযোগকে কাজে লাগিয়ে মোঃ আবু সাইদ (৩৫) পিতাঃমৃত আব্দুল গফুর ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মোঃ সবুজ(৩০), মোঃ ইমতাজ আলী(৬০), মোঃ মনোয়ার হোসেন (৫৫), মোঃ মোস্তফা (৪৫), মোঃ ইউসুফ আলী (৪০),মোঃমোস্তফা (৫০) মোঃ খোকন (৪০), মোঃ গফুর (৬০), মোঃ শহিদুল ইসলাম (৩৫), মোঃ ফজলু (৪০), মোঃ আলিম (৪০) উভয় সাং- উলট্র, সকলের থানা -কাহালু, জেলা বগুড়া ও তাদের দোসর ২৫/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী, কাহালু থানাধীন সোনালী ব্যাংক সংলগ্ন ডাঃ কোহিনুর কমিটি সেন্টারে ব্যবসা করিয়া আসিতাছি। এমতাবস্থায় গত ০৫/০৮/২০২৪ইং তাং আনুমানিক বিকাল ৪.০০ ঘটিকায় পূর্ব শক্রতার জেদ ধরিয়া বিবাদীগণ যোগ সাজসে আমার দোকান ঘর এবং কমিউনিটি সেন্টারে ভাংচুর, আগুন ও লুটপাট করিয়া আনুমানিক ২০,০০০,০০/- ( বিশ লক্ষ) টাকা ক্ষতি সাধন করে। অতঃপর ইং ০৬/০৮/২০২৪ তাং সকাল আনুমানিক ৯.০০ ঘটিকায় আমার দোকান ঘরে গিয়ে দেখি যে, বিবাদীগণ পুনরায় আমার অন্য ঘরে আগুন লাগানোর চেষ্টা করিতেছে। আমি ও আমার স্বামী মোঃ জাবেদ আলী বিবাদীগণকে বাধা প্রদান করিলে উল্লেখিত বিবাদিগণ ক্ষিপ্ত হইয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ পূর্বক লোহার বেলচা, লাঠি, লোহার রড, ও ধারালো চাকু দ্বারা এলোপাতাড়ি মারপিট করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলা- ফোলা জখম করে। আমার স্বামী মাটিতে লুটিয়া পড়িলে বিবাদিগণ হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর মুখে বাশের লাঠি ও লোহার রড দ্বারা আঘাত করে মুখের হাড় ভাঙ্গা যখন করে। আমি আগাইয়া গেলে বিবাদীগন লোহার রড দ্বারা আমার বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া বেদনাদায়ক জখম করে।
আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার দাবী করছি।
Leave a Reply