রায়গঞ্জ প্রতিনিধিঃ প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই গাছ বাঁচাই’- এই প্রতিপাদ্য সামনে রেখে প্রথম আলো বন্ধুসভা রায়গঞ্জ’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হযেছে।
সোমবার (০৭ আগষ্ট) দিনব্যাপী উপজেলার প্রাণ কেন্দ্রের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা।
এ সময় অন্যান্যের মধ্যে কলেজ গভর্নিং বডির সদস্য মো. বেল্লাল হোসেন, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মো. সাজেদুল আলম, প্রভাষক ফরিদুল ইসলাম, রফিকউদ্দিন আহমেদ, লায়লা মমতাজ, হাবিবা খাতুন, শিক্ষক অনামিকা রানী সরকার, জিয়াউর রহমান, নাজমা খাতুন, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রকি, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর খান, প্রচার সম্পাদক পাপ্পু কুমার দে, সদস্য মহুয়া সাহা প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুরুতজামান, শিক্ষক ও রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি সেলিম রেজা খন্দকার, শিক্ষক মাসুদ রানা, প্রমুখ। উল্লেখ্য, বিতরণ কর্মসূচিতে কাঠবাদাম, বহেড়া, মেহগনি, অর্জুন, বকুল, ছাতিম, জলপাইসহ বিভিন্ন ধরণের ২ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply