এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ দৈনিক যায়যায়দিন ও ডেইলি সিরাজগঞ্জ নিউজসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের তাড়াশের বহুবিধ প্রতিবন্ধী সুশান্ত উরাঁওয়ের স্বপ্ন পূরণে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে ব্যাচেলর্স ডিগ্রি অর্জনকারী রাফসান জানি নামের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সুশান্তকে ১২ হাজার টাকা দিয়ে একটি সাইকেল কিনে উপহার দেন তিনি।
প্রতিবন্ধী সুশান্ত উরাঁয়ের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের আদিবাসী অধ্যূষিত গুল্টা গ্রামে। তার বাবার নাম অশান্ত উরাঁও, মা ভাগ্যবতী উরাঁও। একই উপজেলার তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে রাফসান জানি বলেন, অদম্য ইচ্ছে শক্তি রয়েছে সুশান্তর মধ্যে। এ ছেলেটি কানে শোনেনা, কথাও বলতে পারেনা। হাত দুটো বাকা ও চিকন। দুই হাতের আঙ্গুল মাত্র ৭টি। কিন্তু সে কৃতিত্বের সাথে পিএসসি, জেএসসি ও এসএসসি পাশ করে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। দৈনিক যায়যায়দিনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর সুশান্তর পরিবারে খোঁজ নিয়ে জেনেছি তারা অতি দরিদ্র। কলেজে যাতায়াতে অনেক কষ্ট হয়। এজন্য আমি তাকে একটি বাই সাইকেল উপহার হিসেবে দিলাম। সমাজের বিত্তবান ও দানশীল লোকজনের উচিত সুশান্তদের মত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।
এদিকে সাইকেল পেয়ে খুব খুশি সুশান্ত। সাইকেল পাওয়ার পর ৮ কিঃমি পথ চালিয়ে তাড়াশ উপজেলা সদর থেকে তার বাড়িতে যায়।
সুশান্তর মা ভাগ্যবতী উরাঁও বলেন, আমার ছেলের স্বপ্ন পূরণে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাই। আমার ভাঙা ঘরে চাঁদের আলো পড়তে শুরু করেছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী সুশান্ত উরাঁওকে শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
Leave a Reply