সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি : জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদ দেশসেরা নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ই অক্টোবর) দুপুরে পোরজনা ইউনিয়ন পরিষদে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে এই গণ সংবর্ধনা প্রদান করা হয়।
পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম সাকলাইন সেলিম।
আরও উপস্থিত ছিলেন, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, নরিনা ইউপি চেয়ারম্যান আবু শামীম, সোনাতনী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আয়েজ উদ্দিন, ইউপি সদস্য আবুল হাশেম, পোরজনা ইউনিয়ন পরিষদের অন্যতম সদস্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় জনতা।
উল্লেখ্য, গত ৬ই অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও সচিব নাঈমুল ইসলাম উজ্জ্বলের হাতে সন্মাননা স্মারক প্রদান করেন।
দেশের ৪ হাজার ৫৭৮ ইউনিয়ন পরিষদের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ এবং ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের সেবা প্রদানের ক্যাটাগরিতে পোরজনা ইউনিয়ন পরিষদকে দেশসেরা নির্বাচিত করা হয়।
Leave a Reply