সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধিঃ শনিবার যোহরের নামাজ পরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাওফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাওফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির আহব্বায়ক মোঃ আবু মোতালেব সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং আলোচক হিসেবে চন্দ্রপাড়া জামে মসজিদের ইমাম মওঃ আব্দুল হাই উপস্থিত থেকে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং আলোচনা শেষে কমিটির ও গ্রামবাসীর সুস্থতা কয়ামনা করে দোয়া করা হয়।
ঐতিহ্যবাহী পোতাজিয়া কবরস্থানের উন্নয়নকল্পে ২০১৬ পোতাজিয়া যুব সমাজের উদ্দ্যগে একটি কমিটি গঠিত হয় এরপর থেকে প্রতি বছর কবরস্থানের উন্নয়ন কল্পে এখন পর্যন্ত মোট ৭ টি মাওফিল আয়োজন করে এবং মাহফিল থেকে উত্তলিত টাকা দিয়ে উক্ত গ্রামের কবরস্থানের ৬০ লক্ষ্য(আনুমানিক) টাকার উন্নয়ন সাধিত হয়েছে।
Leave a Reply