নিজস্ব প্রতিবেদক: “নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অসহায় শিক্ষক পরিবার” আসন্ন ঈদ-উল-আযহার পূর্বে পূর্নাঙ্গ উৎসব ভাতা এবং চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট,সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ মে) মওলানা ভাসানী ডিগ্রি কলেজ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক অধ্যাপক আবু হাসিম তালুকদার।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব একেএম আব্দুল আওয়াল।
বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব আব্দুল আলিম আকন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, চৌবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ,বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আব্দুল আজিজ সরকার প্রমুখ।
এ-সময় শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু শামীম, যুগ্ম আহবায়ক অধ্যাপক আল মাহমুদ, অধ্যাপক এটিএম আমিনুর রহমান, নির্বাহী সদস্য ফজিল ওয়ায়েজ খান আদিলসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply