সেলিম রেজা,রায়গঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক ডা মো: আব্দুল আজিজ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীকে ৪৪ হাজার ৭০৮ ভোট পেয়েছেন
৪ জন প্রতিদ্বন্দ্বীর অংশগ্রহণে নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন বিগত বছর গুলোতে যেভাবে আমাকে সহযোগিতা করেছেনে,এবং আপনাদের অক্লান্ত পরিশ্রম এর জন্যই আমি সঠিক ন্যায় নিষ্টার সাথে কাজ করতে পেরেছি,তার ফল আমি আজ পেলাম। সামনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আপনাদের মাঝে এইভাবেই বেচে থাকতে চাই।ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করালাম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Leave a Reply