নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দ দলের মুখ্যপাত্র প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৩য় (১৩ জুন)মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজিপুরে দোয়া মাহফিল ও স্বরণ সভার আয়োজন করে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ।
সোমবার (১২জুন) বেলা ১১ টায় উপজেলা শহিদ এম মনসুর আলী অডিটোরিয়াম অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় এমপি।
এ সময় তিনি বলেন, আমার পিতা জননেতা মোহাম্মদ নাসিম ছিলেন সাহসী ও নির্ভীক জনদরদীনেতা, কাজিপুরই ছিল আমার পিতার প্রথম এবং শেষ ভালবাসা। তিন বছর হয়, পিতাকে হারিয়েছি। অভিভাবক ছাড়া, জীবন যে কত কষ্টের, তা আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। তাইতো বার বার ছুটে আসি, আপনাদের মাঝে। পিতার প্রতিচ্ছবি আপনাদের মাঝে খুঁজে পাই। কাজিপুরবাসী সৌভাগ্যবান, আপনারা পেয়েছিলেন, জাতীয় নেতা এম মনসুর আলী এবং জননন্দিত, জননেতা মোহাম্মদ নাসিমকে।
আজ এই মহান নেতার আদর্শকে জাগ্ৰত করে, অবিচল থাকতে হবে, শেখ হাসিনার প্রতি, নৌকার প্রতি। তিনি আরও বলেন, তার মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোন দিন ই পুরুন হবার নয়। তিনি ছিলেন কাজিপুর তথা সিরাজগঞ্জের উন্নয়নের যাদুকর,তারই নেতৃত্বে সিরাজগঞ্জ তথা কাজিপুরে সরকারি বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে। তিনি নেতা কর্মী ও সাধারণ জনগণকে মুহূর্তের মধ্যে আপন করে নিতেন,তার সময়ে কোন মাস্তানী, চাঁদাবাজি, দুর্নীতিবাজরা মাথা তুলে কথা বলতে সাহস পেত না।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার ও সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শওকত আকবর । সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভেকেট কে এম হোসেন আলী হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদূ,কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, ,পৌর মেয়র ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, পৌর আঃলীগের সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, জেলা আঃলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যবৃন্দ,সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আঃলীগের সভাপতি / সম্পাদক বৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
পরে মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে উপজেলা পরিষদ মোহাম্মদ নাসিম সেবা চত্বরে শ্রদ্ধানিবেদন করেন সাংসদ তানভীর শাকিল জয়সহ উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৩ জুন ঢাকায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
Leave a Reply