পাবনা প্রতিনিধি ঃ “ডিম পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি “- এই প্রতিপাদ্য নিয়ে – পাবনায় বিশ্ব ডিম দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে –
শুক্রবার (১৩ অক্টোবর-২০২৩) সকাল ১০ টায় পাবনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে হতে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ অফিসের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পাবনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ অফিসার ডাঃ গৌরাংগ কুমার তালুকদার এসময়ে তিনি তার বক্তব্যে বলেন- শিশু থেকে বয়োবৃদ্ধ মানুষেরা ডিম পচ্ছন্দ করে। ডিমে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন যা শরীরের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিটি মানুষের জন্য প্রতিদিন একটি করে ডিম খাওয়া উচিত। ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এতে ক্যালসিয়াম, আয়রন ও প্রোটিন রয়েছে। তাই সকালের নাশতায় সিদ্ধ ডিম খাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসকেরা।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পাবনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিও ডাঃ কৃষ্ণ মোহন হালদার, ডিভিও ডাঃ মোঃ সেলিম হোসেন সেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসের ইউএলও ডাঃ মোঃ নাজমুল হোসেন।
এ সময়ে পাবনা সদর প্রাণিসম্পদ অফিসের ইউএলও ডাঃ মোঃ আব্দুল কাদির, ভাংগুড়ার ইউএলও ডাঃ রুমানা আক্তার রুমি, আটঘরিয়া ইউএলও ডাঃ আকলিমা খাতুন, চাটমোহর ইউএলও ডাঃ স্বপন কুমার সরকার, ফরিদপুর ইউএলও ডাঃ গোপেশ, বেড়া ইউএলও ডাঃ মিজানুর রহমান, সাঁথিয়া ইউএলও ডাঃ জহুরুল ইসলাম, সুজানগর ইউএল ও ডাঃ মোঃ আবু রেজা তালুকদার সহ সকল উপজেলার ভেটেরিনারি সার্জন সহ প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি, খামারিবৃন্দ সহ বিভিন্ন ঔষধের দোকানদারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply