আলী আশরাফ, সিরাজগঞ্জঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত ফার্মাসিস্ট বিজয় দেবনাথ এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং কর্মক্ষেত্রে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরাপত্তার দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাস্টি এসোসিয়েশন (বিডিপিএ) এর কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে (৪ অক্টোবর ২০২৩ইং), বুধবার বিকেল ৩টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাস্টি এসোসিয়েশন (বিডিপিএ), সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাস্টি এসোসিয়েশন (বিডিপিএ), সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সবুজ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তরিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাস্টি এসোসিয়েশন (বিডিপিএ), সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এর পরিচালনায় ফার্মাসিস্ট আব্দুল বাছেদ, ওমর ফারুক, সুশান্ত কুমার সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাজমুন নাহার কনা, আইএইচটি সকল ফার্মাসিস্ট এর ছাত্র-ছাত্রী, বিভিন্ন উপজেলার ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা মানববন্ধনে বলেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত ফার্মাসিস্ট বিজয় দেবনাথ রহস্যজনভাবে মৃত্যুবরণ করেন। বিজয় দেবনাথকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে বিজয় দেবনাথ হত্যার রহস্য উদঘাটন করে আসামীদের বিচারের আওতায় আনতে হবে।
বক্তারা আরো বলেন, আজ কর্মক্ষেত্রে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নেই। মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানান।
Leave a Reply