নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুর তথা সিরাজগঞ্জের রাজনীতির অঙ্গণের একজন অতি পরিচিত মুখ নাজমুল হাসান তালুকদার রানার স্থায়ী ঠিকানা জেলার কাজিপুর উপজেলার মেঘাই ইউনিয়নের মুসলিম পাড়া এবং বর্তনান ঠিকানা সিরাজগঞ্জ পৌরসভার কালিবাড়ী রোডের তালুকদার বাড়ী।
আপাদমস্তক রাজনীতিবিদ নাজমুল হাসান তালুকদার রানা জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের সিরাজগঞ্জ জেলার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়ক এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের গৌরবময় ইতিহাসের প্রথম প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়ে ১৯৯৩ সন থেকে প্রায় একযুগ মেধা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন।
নির্বাচিত সভাপতি হিসেবে সিরাজগঞ্জ পৌর বিএনপির দায়িত্ব পালনে করেছেন তিনবার। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কাজিপুর উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
১৯৯৭ সনে হরতালের দিন সকালে মিছিল করার সময় পুলিশ নাজমুল হাসান তালুকদার রানাকে ধরে লাঠিপেটা করে বড়পুলের ৩০ ফুট উপর থেকে আরসিসি রাস্তায় ফেলে দিলে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার পান্থপথে সাউথ এশিয়ান হসপিটালে ভর্তি করা হয়।
হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী তৎসময়ের সংসদের বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে দেখতে আসেন। রাজনীতির দীর্ঘ পথচলায় বহুবার কারা নির্যাতন ভোগকারী সংগ্রামী জননেতা নাজমুল হাসান তালুকদার রানা সিরাজগঞ্জ ১ সংসদীয় আসন ( কাজিপুর ও সদর উপজেলার ৫ ইউনিয়ন) এর বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী।
Leave a Reply