নিজস্ব প্রতিবেদক:
মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এবং নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানের মধ্য দিয়ে ঈদুল ফিতরের উদযাপন করছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সদস্যরা।
শনিবার (২২ এপ্রিল, ২০২৩) দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলিম বিশ্বে অনাবিল খুশী ও আনন্দ নিয়ে আসে। ঈদ – উল – ফিতর উদযাপনের দিনে সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল বি পি এম(বার) পি পি এম(বার) জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে ঈদ – উল – ফিতর ২০২৩ এর শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
পুলিশ বাহিনীর ঐতিহ্যগত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ও ফোর্সের জন্য উন্নত মানের বড় খানা “প্রীতিভোজ” এর মাধ্যমে ঈদ -উল- ফিতর – ২০২৩ উদযাপন করা হয়।
পুলিশ সুপার এ সময় সিরাজগঞ্জ সদর থানার তথা সিরাজগঞ্জ জেলার সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইজপি মহোদয় ঈদ শুভেচছা পৌঁছে দেন। এ ছাড়াও সিরাজগঞ্জ পুনাক সভানেত্রী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানা কর্তৃক আয়োজিত প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।
Leave a Reply