নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের নলকায় ফুলজোড় কলেজের সামনে বাস-টেম্পু সংঘর্ষে আহত আইনজীবী এ্যাডভোকেট শরীফ চৌধুরী শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ১৫ জুন সকালে এ দূর্ঘটনা ঘটে। এ নিয়ে এ দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫ জনে দাড়ালো। তিনি গত ১৬ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত শরীফ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি চৌধুরী বাড়ির মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ও এ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরীর ভাতিজা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply