শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসীলকে স্বাগত জানিয়ে তাড়াশে আওয়ামী লীগের উদ্দ্যেগে মিছিল হয়েছে।
১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে তাড়াশ প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে আগামী ৭ জানুয়ারী ২০২৪ তারিখে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে বিজয় করতে সকল পর্যায়ের নেতা কর্মীদের সজাগ থেকে নিরলস পরিশ্রম করতে হবে।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মোজাম্মেল হক মাসুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক লুৎফুল কবির লিমন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারন সম্পাদক আরিফ, পৌর কাউন্সিলর বাবু তালুকদারসহ শতাধিক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
Leave a Reply