সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয সংসদ নির্বাচ উপলক্ষে সরকারের উন্নয়ন ও দেশের অগ্রগতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) রাত ৮টায় শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে উপজেলা বণিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রবিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু।
মো. রফিকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এসময় আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হায়দার আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, মনোরঞ্জন মোদক, গোলাম কিবরিয়া তারা হাজী মোশারফ হোসেন মাসুম সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের সময় দেশে সার্বিক ভাবে উন্নয়ন সাধিত হয়েছে।
বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করা হতো কিন্তু বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীদের বিন্দুমাত্র কাউকে চাঁদা দিতে হয় না। এই সরকারের আমলে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করছেন। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।
Leave a Reply