নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১৬ অক্টোবর খ্যাতিমান সাংবাদিক আবেদ খানের সম্পাদনায় নতুন রূপে দৈনিক কালবেলার প্রকাশনা উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে বাজার স্টেশন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দৈনিক কালবেলা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস আয়োজিত র্যালীতে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দিলীপ গৌর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, এখন টিভির রিফাত রহমান, ডিবিসির খালিদ হৃদয়, আনন্দ টিভির সাধন কুমার দাস, গ্লোবাল টিভির আশরাফ আলী, সাংবাদিক শাম্মী আহমেদ আজমীর, সুদেব অধিকারী, চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন নাজমুল হাসান, এসএ টিভির ক্যামেরা পার্সন আব্দুল আলীমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামস-ই এলাহী অনু, প্রসূন থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এবং লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম, স্বপ্ন দুয়া’র একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আব্দুস সালাম মামুন, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান ইউসুফ, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর শাহীন, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের জিকো, লালন সংসদের সভাপতি শাকিল আহমেদ, প্রদীপ সাহা, মোদাচ্ছের হোসেন পরাগসহ সুধী সমাজের একাংশ র্যা লীতে অংশগ্রহণ করেন।
এ সময় কালবেলার সার্বিক সফলতা কামনা করে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে কালবেলা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করেন।
Leave a Reply